স্কয়ার ফার্মার ইতিহাসে সব্বোর্চ মুনাফা ও লভ্যাংশ ঘোষণা
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০২৪-১০-২৩ ৭:২৯:১৫ অপরাহ্ন
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। তবে ২০২৩ সালে কোম্পানিটি ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ৬১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২১ টাকা ৪১ পয়সা। ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪২ টাকা ০৫ পয়সায়। আগামী ১৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।