দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এমএল ডাইং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১২ দশমিক ৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৮২ বারে ৬ লাখ ২৭ হাজার ৭১৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বারাকা পাওয়ারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ১৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৯১ বারে ৯ লাখ ৪ হাজার ৯৩৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯২ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা সিঙ্গার বিডির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৭৫ বারে ২৮ হাজার ৪৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে: গ্লোবাল হেভি কেমিক্যালসের ৮.৭৬ শতাংশ, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৮.৬৩ শতাংশ, হাক্কানি পাপ্লের ৮.৫৭ শতাংশ, রহিম টেক্সটাইলের ৮.২৭ শতাংশ, রহিমা ফুডের ৮.১১ শতাংশ, বঙ্গজের ৮.০৯ শতাংশ এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস শেয়ার দর ৮.০৮ শতাংশ কমেছে।