পুঁজিবাজার ইস্যুতে বিএসইসিকে সহায়তা করবে যুক্তরাষ্ট্রের এক্সচেঞ্জ কমিশন
সাখাওয়াত হোসেন, দেশ প্রতিক্ষণ, ঢাকা: বিশ্বব্যাংকের সিনিয়র ফিনান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট জেসোল্ট বেঙ্গো বলেন, বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে বিশ্বব্যাংক জে-ক্যাপ মিশন এর আওতায় বিশ্বব্যাংক ও আইএফসি বাংলাদেশে অর্থনৈতিক খাতের উন্নয়নে কাজ করছে। বাংলাদেশের পুঁজিবাজারকে আরো উন্নত, আধুনিক ও সমৃদ্ধ করতে বিশ্বব্যাংক নানা ধরণের অংশীদারিত্ব ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের পুঁজিবাজারকে এগিয়ে নিতে প্রযুক্তি ও কারিগরি সহায়তার সাথে সাথে মানবসম্পদদের উন্নয়নে তারা কাজ করছে বলে জানান।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বিশ্ব ব্যাংক এবং ইউএস এসইসির যৌথ উদ্যোগে ‘কনফারেন্স অন এনহ্যান্সিং সিকিউরিটিজ রেগুলেশন’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান তিনি এ কথা বলেন। রোববার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ ভবনে এই কর্মশালার উদ্বোধন করে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। কর্মশালাটি আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চার দিনব্যাপী চলবে। কর্মশালায় বিএসইসি, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি), বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করছেন।
কর্মশালায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, আমরা সৌভাগ্যবান যে, ইউএস বিএসইসি এবং বিশ্ব ব্যাংকের সহায়তায় পুঁজিবাজার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে এমন অভিজ্ঞদের দ্বারা এ ধরণের একটি কর্মশালা আয়োজন করতে পেরেছি। এই ধরণের কর্মশালা সমস্ত অংশীজনদের পুঁজিবাজার দায়িত্ব পালনের ক্ষেত্রে এক অপরের দৃষ্টিভঙ্গিগুলোকে আরো ভালোভাবে বুঝতে সহায়তা করবে।
তিনি বলেন, আমরা বিশ্ব ব্যাংক এবং ইউএস এসইসির সাথে সফল দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব ও সহযোগিতামূলক কার্যক্রম আয়োজনে বরাবরই আগ্রহী ছিলাম। এ ধরণের অংশীদারিত্ব ও সহযোগিতামূলক কার্যক্রম বিশ্বব্যাংকের সাথে আমাদের সম্পর্ককে আরো শক্তিশালী করবে। দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও কল্যাণের স্বার্থে আগামীতে এ ধরণের আরো অনেক কার্যক্রম পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনোমিক অফিসার জেমস গার্ডিনার বলেন, বাংলাদেশের উন্নয়নে এবং এদেশের অর্থনীতি খাতের প্রয়োজনীয় সংস্কারে সহায়ক ভূমিকা রাখতে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরো বলেন, ৫ আগস্ট পরবর্তী এটিই বাংলাদেশে এ ধরণের প্রথম কার্যক্রম। পরিবর্তনের বাংলাদেশে নতুনদের হাত ধরে ভালো কিছু হোক এমনটাই তারা প্রত্যাশা করেন বলে জানান তিনি। এসময় বিএসইসির কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, কমিশনার ফারজানা লালারুখ ও বিএসইসির কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।