পুঁজিবাজারে প্রফিট টেকিং চাপে সূচকের কিছুটা দরপতন, ভয়ের কিছু নেই
শহীদুল ইসলাম, দেশ প্রতিক্ষণ, ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক পুঁজিবাজারে মূলধনী মুনাফার ওপর করের হার কমানো আর লভ্যাংশ বিতরণ-উৎসে কর কর্তন সার্টিফিকেট ইস্যুকরণে বিএসইসির নির্দেশে পুঁজিবাজারে কিছুটা সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরলে তা বেশি সময় স্থায়ী হয়নি। ফলে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের কিছুটা দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।
মুলত দিনভর সূচকের উঠানামা করলেও দিনশেষে প্রঢিফ টেকিংয়ের চাপে শেয়ার বিক্রির ফলে সূচকের দরপতন হয়েছে। তবে সূচকের কিছুটা দরপতন হলেও বাজার নিয়ে ভয়ের কিছুই নেই। এ ভাবে উঠানামার মাঝে বাজার স্থিতিশীল হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
একাধিক বিনিয়োগকারীর সাথে আলাপকালে বলেন, পুঁজিবাজার উঠানামার মধ্যেই স্বাভাবিক হবে। যেমন সূচকের একটানা কোন স্থিতিশীল বাজারের লক্ষণ নয়। তেমনি সূচকের একটানা দরপতন কোন সুষ্ঠু বাজার নয়। আমরা চাই একটা টেকসই ও স্থিতিশীল বাজার। কারণ গত দুই মাসের টানা দরপতনে আমাদের পুঁজির ৭০ শতাংশ উধাও হয়ে গেছে। এ অবস্থায় বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফেরাতে হলে স্থিতিশীল পুঁজিবাজারের পরিবেশ তৈরি করতে হবে। তা না হলে নতুন বিনিয়োগকারীরা বাজারমুখী হবে না।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫ টির, দর কমেছে ২৮১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। ডিএসইতে ৬৫১ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৮৮ কোটি ৫০ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৩৯ কোটি ৭০ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৭৯ পয়েন্টে। সিএসইতে ২০৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮০ টির দর বেড়েছে, কমেছে ১০৪ টির এবং ২৩ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।