শহীদুল ইসলাম, দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় দরপতনে লেনদেন শেষ হয়েছে। ফলে দিন যতই যাচ্ছে বিনিয়োগকারীদের লোকসানের পাল্লা ততই ভারী হচ্ছে। বিনিয়োগকারীদের আর্তনাদে মতিঝিলের বাতাস ভারী হয়ে উঠছে।
তবে নিয়ন্ত্রক সংস্থা পুঁজিবাজারকে স্থিতিশীলতার দিকে ফিরাতে নানা উদ্যোগ গ্রহণ নিলেও আস্থা ফিরছে না পুঁজিবাজারে। বরং দিন যতই যাচ্ছে বাজারের পতনের মাত্রা ততই বাড়ছে। এছাড়া ঘুরে ফিরে বড় পতনের বৃত্তেই আটকে আছে পুঁজিবাজার।

এদিকে শেখ হাসিনার সরকার পতনের পর অন্যান্য খাতের মতো দেশের পুঁজিবাজারে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বের অর্জন এখন পর্যন্ত শূন্য। নতুন কমিশন বিনিয়োগকারীদের মনে আস্থার পরিবেশ তৈরিতেও ব্যর্থ হয়েছে। কোন ইতিবাচক খবরেই ঘরে দাঁড়াতে পারছে না পুঁজিবাজার।

বাজার বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা যেসব উদ্যোগ নিয়েছেন সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। বাজারের কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো খুঁজে বের করতে হবে। দ্রুতই যাতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে সেই ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে বাজারকে সাপোর্ট দিতে হবে। তা না হলে পুঁজিবাজারের ভবিষ্যত অন্ধকারের দিকে।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবসে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯২ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০ টির, দর কমেছে ২২৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৪ টির। ডিএসইতে ৩০২ কোটি ৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬১ কোটি ৭৪ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৬৩ কোটি ৭৯ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১৯ পয়েন্টে। সিএসইতে ২১০ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মধ্যে ৪৬ টির দর বেড়েছে, কমেছে ১৩৩ টির এবং ৩১ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।