আইসিবির ৪ শতাংশ ঋণের খবরে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার, আস্থা ফেরানো মুল চ্যালেঞ্জ
শহীদুল ইসলাম, দেশ প্রতিক্ষণ, ঢাকা: নানা জল্পনা কল্পনার অবসান ঘটে অবশেষে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) সভরেন গ্যারান্টির বিপরীতে ৩ হাজার কোটি টাকা ঋণ ৪ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক অনুমোদনের খবরে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। ফলে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে সূচকের পাশাপাশি লেনদেনও বাড়ছে। তেমনি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে পুঁজিবাজার।
ফলে পুঁজিবাজারে এখন আস্থা ফেরানো মুল চ্যালেঞ্জ বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। কারণ বিনিয়োগকারীদের মাঝে আস্থা না ফেরলে বাজার কখনো স্থিতিশীল হবে না। দীর্ঘ সময় দরপতনের ফলে বাজার নিয়ে অজানা আতঙ্কে রয়েছে বিনিয়োগকারীরা। যার ফলে যে কোন মুল্যে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হবে। বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফিরলে বাজার দ্রুত স্বাভাবিক গতিতে চলবে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করেন।
অভিজ্ঞ বিনিয়োগকারীর মতে, পুঁজিবাজার মূল সমস্যা আস্থা সংকট। তবে আইসিবির ঋণের সুদ হার কমানোর খবরে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা আগের চেয়ে কিছুটা বেড়েছে। সেই আস্থার কারণেই বিনিয়োগকারীরা নতুন করে শেয়ার ক্রয় করছেন। যার ফলে সূচক ও লেনদেনে উত্থান হয়েছে। এছাড়া বিনিয়োগকারীদের এই আস্থা ভবিষ্যতে বাজারে ইতিবাচক প্রভাব বিস্তারে সহায়তা করবে বলে তারা মনে করেন।
মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২২৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ ৬.১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭.৬৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২১ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে ৫১২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫০০ কোটি ২৩ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ১২ কোটি ২৫ লাখ টাকার বা ২ শতাংশ।
ডিএসইতে লেনদেন আজ হওয়া ৪০২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২০৩টির বা ৫০.৫০ শতাংশের, কমেছে ১২৮টির বা ৩১.৮৪ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৭১টির বা ১৭.৬৬ শতাংশের। অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তে লেনদেন হওয়া ২০৭ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৬টির, কমেছে ৬৮টির এবং পরিবর্তন হয়নি ৩৩টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪ হাজার ৬০২ পয়েন্টে।