সপ্তাহজুড়ে ৩ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, নো ২টি
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। তবে এর মধ্যে দুই কোম্পানি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে যমুনা অয়েল সব্বোর্চ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে:
যমুনা অয়েল: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪০ টাকা। আগের বছর শেয়ার প্রতি ৩০ টাকা ৮৭ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২৮ টাকা ৬১ পয়সা। আগামী ৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ বিকাল ৪টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ ডিসেম্বর, ২০২৪ তারিখ।
জুট স্পিনার্স লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৬৪ টাকা ৪৫পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৮৩ টাকা ৭৮ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরবর্তীতে জানানো হবে। আগামী ২২ ডিসেম্বর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের ইউনিটহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেনি। তথ্যমতে, সর্বশেষ হিসাববছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ঊচট) হয়েছে ১ টাকা ২২ পয়সা। গত বছর একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় ছিল ২০ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ফান্ডটির বাজার মূল্যে ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়ায় ৯ টাকা ৬৫ পয়সা। উল্লেখ, প্রতিষ্ঠানটি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ৫ ডিসেম্বর, ২০২৪।