দেশ প্রতিক্ষণ, ঢাকা: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের কারখানা ৫/৬ বছর ধরে বন্ধ বলে নানা গুজব ছড়িয়েছে। তবে এসব খবরের কোন ভিত্তি নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকে উৎপাদন বন্ধের যে খবর ছড়ানো হয়েছে, তা সঠিক নয়। কোম্পানির কারখানা কখনো বন্ধ হয়নি। তবে রপ্তানি বন্ধ হয়ে গেছে। বর্তমানে ট্রলিং সিস্টেমে গ্রুপের অন্য প্রতিষ্ঠানের সঙ্গে উৎপাদন কার্যক্রম চলছে। যা সরেজমিনে পরিদর্শনে আমন্ত্রন জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। উল্লেখ্য, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি লোকসান থেকে মুনাফায় ফিরছে।