সামিট পাওয়ারের সব প্ল্যান্টের উৎপাদন বন্ধ ঘোষণা
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের সব পাওয়ার প্ল্যান্টের উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর মধ্যে কিছু প্ল্যান্টের মেয়াদ শেষ হয়ে গেছে। আর কিছু প্ল্যান্ট গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সামিট পাওয়ারের ৫টি পাওয়ার প্লান্ট রয়েছে। এর মধ্যে আশুলিয়ার ১১ মেগাওয়াট, মাধবদীর ১১ মেগাওয়াট ও চান্দিনার ১১ মেগাওয়াট পাওয়ার প্লান্ট গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে। এছাড়া জাঙ্গলিয়া ৩৩ মেগাওয়াট পাওয়ার প্লান্টের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে গত ২৪ জুন। এ প্লান্টের সঙ্গে বাংলাদেশে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) চুক্তি নবায়ন না করায় উৎপাদন বন্ধ রয়েছে।
বাকি মদনগঞ্জ ১০২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের মেয়াদ শেষ হয়েছে গত ২২ মার্চ। এরপরে বিপিডিবি এই প্লান্টের সঙ্গে ‘নো ইলেক্ট্রিসিটি নো পে’ এই শর্তে চুক্তি করে। তবে বিপিডিবি আগস্টের মাঝামাঝি থেকে বিদ্যুৎ নিচ্ছে না। ফলে প্লান্টটি বন্ধ রয়েছে।