দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল লিমিটেড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ কোম্পানির তালিকায় উঠে এসেছে। এদিন কোম্পানিটি ৩.৯২ শতাংশ দর বেড়ে টপটেন গেইনার তালিকার চতুর্থ স্থানে রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ শেয়ারটির দর ৪ টাকা ৬০ পয়সা বা ৩.৯২ শতাংশ বেড়ে সর্বশেষ ১২১ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৬০ বারে ৯০ হাজার ৩৮২টি শেয়ার লেনদেন করে। বুধবার শেয়ারটির সর্বনিম্ন দর ১১০ টাকা থেকে সর্বোচ্চ ১২২ টাকা পরযন্ত লেনদেন হয়।

এদিকে কোম্পানিটি গতকাল ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাব বছরের জন্য বোর্ড সভা অনুষ্ঠান করেছে। তবে কোম্পানিটি আলোচ্য বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি। ২০২৩ সালে কোম্পানিটির লোকসান হয়েছে ৭৮ পয়সা।

বাজার সংশ্লিষ্টদের মতে, স্বাভাবিকভাবেই আজ আলহাজ্ব টেক্সটাইলের শেয়ারে দরপতন হওয়ার কথা ছিল। উল্টো আজ কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধির বা কমার কোন সীমা না থাকায় অস্বাভাবিকভাবে দর বেড়েছে।