দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি এসকে ট্রিমসের ব্যাংক লেনদেনে আর কোন বাধা নেই। গত ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোম্পানিটির ব্যাংক লেনদেন চালিয়ে যাওয়ার আদেশ দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির মামলা নিষ্পত্তি না হওয়া পরযন্ত ব্যাংক লেনদেন চালিয়ে যাওয়ার আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে গত ২৫ জুন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এসকে ট্রিমসের ব্যাংক হিসাব জব্দ করে। এরপরে রপ্তানিমূখী, কর্মী ও বিনিয়োগকারীদের স্বার্থের কথা বলে অনুরোধ করলে ১০ জুলাই বাংলাদেশ ব্যাংক হিসাব জব্দের আদেশ তুলে নেয়।

তবে ১১ জুলাই দুদকের সুপারিশে মেট্রোপলিটন জাজ ও বিএফআইইউ ৯টি ব্যাংক হিসাব জ্বদ করে। যে আদেশের উপর ১৮ সেপ্টেম্বর স্থগিতাদেশ দিয়েছে উচ্চ-আদালত। যা ২০ অক্টোবর পর্যন্ত কার্যকর ছিল। ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসকে ট্রিমসের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশাধিত মূলধন ৮৪ কোটি ৭০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৫০ কোটি ২ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারসংখ্যা ৮ কোটি ৪৭ লাখ।