শমরিতা হসপিটালের পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০২৪-১২-২২ ৬:১২:৫৩ অপরাহ্ন
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেডের একজন পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির পরিচালক শামসা চৌধুরীর শেয়ার আছে ২০ লাখ ৬ হাজার ১৮টি। এর মধ্যে তিনি ১ লাখ ২৫ হাজার শেয়ার বিক্রয় করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর বর্তমান বাজার দরে পাবলিক/ব্লক মার্কেটে ঘোষণাকৃত শেয়ার বিক্রি করবেন তিনি।