দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের দরপতনে লেনদেন শেষ হয়েছে। মুলত ৭ কোম্পানির শেয়ার বিক্রির চাপে সূচকের বড় দরপতন হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। কারণ লেনদেনের শুরুতে ৭ কোম্পানি শীর্ষ ব্রোকারেজ হাউজগুলোতে সেলার প্রেসার ছিলো। ফলে শত চেষ্টা করেও বাজার ঘুরে দাঁড়াতে পারেনি। সূচকের এমন পতনের নেপথ্যে ছিলো ৭ কোম্পানি

কোম্পানিগুলো হলো : স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা, পাওয়ার গ্রি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল এবং যমুনা অয়েল।
জানা গেছে, আজ শেয়ারবাজারে ২৫ পয়েন্ট সূচক কমেছে। এর মধ্যে উল্লেখিত সাত কোম্পানির মাধ্যমে কমেছে ১৮ পয়েন্ট। যা মোট সূচকের ৭০ শতাংশ।

স্কয়ার ফার্মা : আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২২১ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২১৮ টাকা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৩ টাকা কমেছে। এর মাধ্যমে কোম্পানিটির সূচক ৬.৩৭ পয়েন্ট কমেছে।

ইসলামী ব্যাংক : আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৪৬ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৬০ পয়সা কমেছে। এর মাধ্যমে কোম্পানিটির সূচক ৪.০৫ পয়েন্ট কমেছে।

বিকন ফার্মা : আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩৯ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১৩৬ টাকা ৪০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৩ টাকা ৪০ পয়সা কমেছে। এর মাধ্যমে কোম্পানিটির সূচক ১.৯৮ পয়েন্ট কমেছে।

বেক্সিমকো ফার্মা : আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৩ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৮১ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১ টাকা ৫০ পয়সা কমেছে। এর মাধ্যমে কোম্পানিটির সূচক ১.৯৬ পয়েন্ট কমেছে।

পাওয়ার গ্রিড : আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪১ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৪০ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৮০ পয়সা কমেছে। এর মাধ্যমে কোম্পানিটির সূচক ১.২৭ পয়েন্ট কমেছে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল : আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৭ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১১৫ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা কমেছে। এর মাধ্যমে কোম্পানিটির সূচক ১.২৬ পয়েন্ট কমেছে।

যমুনা অয়েল : আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮৯ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১৮৬ টাকা ৪০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ২ টাকা ৬০ পয়সা কমেছে। এর মাধ্যমে কোম্পানিটির সূচক ১.১৬ পয়েন্ট কমেছে।