দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্লক মার্কেটে ২২ কোম্পানির মোট ৮ কোটি ১১ লাখ ৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৮ কোম্পানির শেয়ার।

কোম্পানিগুলো হলো: রিলায়েন্স ওয়ান, ফাইন ফুডস, লাভেলো আইস্ক্রিম, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, ডাচ বাংলা ব্যাংক, আইডিএলসি এবং ড্রাগন সোয়েটার। আজ এই ৮ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৮৩ লাখ ৫৬ হাজার টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রিলায়েন্স ওয়ানের ২ কোটি ৮৩ লাখ ৪৪ হাজার, দ্বিতীয় স্থানে ফাইন ফুডসের ১ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ও তৃতীয় স্থানে লাভেলো আইসক্রিমের ৫৪ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলো হলো: এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫১ লাখ ৬৭ হাজার টাকা, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৩৬ লাখ ৩০ হাজার টাকা, ডাচ বাংলা ব্যাংকের ৩৪ লাখ ৭৪ হাজার টাকা, আইডিএলসির ২৫ লাখ ৭৬ হাজার টাকা এবং ২০ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।