বস্ত্র খাতের তিন কোম্পানির নগদ লভ্যাংশ বিতরণ
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০২৫-০১-১৪ ৭:১৮:২১ অপরাহ্ন
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের তিন কোম্পানির গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের নিকট পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো: হা-ওয়েল টেক্সটাইল, রহিম টেক্সটাইল এবং মালেক স্পিনিং মিলস।
সূত্র মতে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে। গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য হা-ওয়েল টেক্সটাই ২০ শতাংশ, রহিম টেক্সটাইল ১০ শতাংশ এবং মালেক স্পিনিং ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।