দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে ছোট মূলধনী কোম্পানির শেয়ারের একচেটিয়ার দাপট ছিলো। এদিন গেইনার বা সর্বোচ্চ দরবৃদ্ধি পাওয়া ১০ কোম্পানির তালিকায় ৮টিই ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করা কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে মন্দা পুঁজিবাজারে দুর্বল কোম্পানির শেয়ারের একক আধিপত্য চলছে। এসব কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। ব্যবস্থা তো দূরের কথা, এসব কোম্পানির দাম বৃদ্ধিতে নীরব ভুমিকা পালন করছেন বাজারের নীতিনির্ধারকরা। সংশ্লিষ্টরা বলছেন, এসব পচা শেয়ার দুর্গন্ধ ছড়িয়ে বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। ফলে ভালো মৌল ভিত্তি শেয়ারে আগ্রহ বাড়ছে না বিনিয়োগকারীদের।

তাদের মতে, একটি চক্র পরিকল্পিতভাবে এসব কোম্পানির শেয়ারের দাম বাড়াচ্ছে। এর ফাঁদে পা দিচ্ছে এক শ্রেণির বিনিয়োগকারী। ফলে ওই চক্রটি বাজার থেকে বের হয়ে গেলে বিনিয়োগকারীরা ফের পথে বসবে। অর্থনীতিবিদদের মতে, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এসব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারা এসব কোম্পানির শেয়ার কিনছে, তা খতিয়ে দেখতে হবে। আর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বলছে তারা বিষয়টি খতিয়ে দেখছে।

সূত্র মতে, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সবচেয়ে বেশি শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এদিন কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৩৭ শতাংশ। দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ৬৩ শতাংশ। আর ৬ দশমিক ৬১ শতাংশ শেয়ারদর বাড়ার তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস। এদিকে সেন্ট্রাল ফার্মা ও খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং সব্বোর্চ দর বাড়লেও দর বাড়ায় তালিকায় নাম নেই।

এদিন ডিএসইতে টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে: ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, টেকনো ড্রাগস, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, সিলভা ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং এবং কাট্টালি টেক্সটাইল লিমিটেড।