দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই জাহাজ বিক্রয় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এমটি বাংলার জ্যোতি ও এমটি বাংলার সৌরভ নামের ২টি জাহাজ বিক্রয় করবে। এ দুটি জাহাজ ৩০ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হয়।