৮ কোম্পানির শেয়ার বিক্রির চাপে সূচকের দরপতন
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে ছোট মূলধনী কোম্পানির শেয়ারের ক্রয়ের চাপ থাকলেও শীর্ষ ৮ কোম্পানির শেয়ার বিক্রির চাপে সূচকের দরপতন হয়েছে।
কোম্পানিগুলো হলো: ইসলামী ব্যাংক, খান ব্রাদার্স, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো, রেনেটা, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক ও ইউসিবি ব্যাংক। কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ার দাম কমার কারণে আজ ডিএসইর প্রধান সূচক কমেছে ৫.০৮ পয়েন্ট।
এছাড়া খান ব্রাদার্স ৩.৭১ পয়েন্ট, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো ২.৭০ পয়েন্ট, রেনেটা ২.৪২ পয়েন্ট, গ্রামীণফোন ২.১৩ পয়েন্ট, স্কয়ার ফার্মা ১.৬০ পয়েন্ট, ব্র্যাক ব্যাংক ১.২৯ পয়েন্ট এবং ইউসিবি ব্যাংক ডিএসইর সূচক কমিয়েছে ১.২৪ পয়েন্ট।
আলোচ্য ৮ কোম্পানির শেয়ার দাম কমার কারণে ডিএসইর প্রধান সূচক কমেছে প্রায় ২০ পয়েন্ট। আজ ডিএসইর প্রধান সূচক কমেছে ৮.৩৪ পয়েন্ট। এতে দেখা যায়, আলোচ্য ৮ কোম্পানির শেয়ার দাম যদি আজ না কমতো, তাহলে ডিএসইর সূচক বাড়তো ১২ পয়েন্টের বেশি।