লাফার্জহোলসিমের ১৯ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০২৫-০৩-১৩ ৪:৫০:৪৮ অপরাহ্ন

দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৯ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।ডিএসই সূত্রে জানা যায়।
তবে এর আগে গত বছরের ২১ অক্টোবর কোম্পানি ১৯ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছিল, যা ইতোমধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে। সে হিসাবে কোম্পানি সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৩৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করল।
২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে। ফলে সর্বশেষ ঘোষিত চূড়ান্ত লভ্যাংশের প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.৯০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।