দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্লক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৭২ বারে ২৩ লাখ ৭৯ হাজার ৯৫১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ২৬ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সাইনপুকুর সিরামিকসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫৩৭ বারে ৬৮ লাখ ১৫ হাজার ৭৯৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ১৫ হাজার টাকা। তালিকার ৩য় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৩১ বারে ৭ লাখ ৯ হাজার ৪২০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৮২ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধে: দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৮.১৩ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৭.৮২ শতাংশ, প্রিমিয়ার সিমেন্ট মিলসের ৬.৯০ শতাংশ, এস্কয়ার নিটের ৬.০৬ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৬৬ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫.৬১ শতাংশ ও ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৪১ শতাংশ দর বেড়েছে।