দরপতন পুঁজিবাজারে হঠাৎ দাপট দেখালো বিমা খাতের শেয়ার, বেড়েছে লেনদেন

শহীদুল ইসলাম, দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতন হলে পুঁজিবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে বিমা খাতের কোম্পানিগুলো। অধিকাংশ বিমা খাতের কোম্পানির শেয়ার দাম বাড়ার পাশাপাশি কোম্পানিগুলোর শেয়ারের লেনদেনের পরিমাণও বেড়েছে।
ফলে সার্বিক বাজারে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে ডিএসইতে চার কার্যদিবস বাড়ার পর সূচকের কিছুটা কারেকশন হয়েছে। এদিন বিমা খাতের দাম বাড়লেও অন্য খাতগুলোর বেশি সংখ্যক কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। তবে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক কোম্পানি। এতে এ বাজারটিতে মূল্যসূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। তবে লেনদেনের পরিমাণ কমেছে। এর মাধ্যমে সিএসইতে টানা পাঁচ কার্যদিবস মূল্যসূচক বাড়লো।
একাধিক বিনিয়োগকারীর সাথে আলাপকালে বলেন, দীর্ঘদিন পর বিমা খাতের শেয়ারের দর বাড়ায় বিনিয়োগকারীদের মাঝে কিছুটা স্বস্তি বিরাজ করছে। তাছাড়া বিমা খাতের শেয়ার দর তলানিতে গিয়ে ঠেকেছে। এ অবস্থায় বিমা খাতের শেয়ারের দর বাড়া বাজারের জন্য ইতিবাচক দিক। তবে বিমা খাতের শেয়ারের দর বাড়ার অন্য খাতের শেয়ারের কিছুটা কারেকশন হয়েছে। তবে সার্বিক দিক থেকে বাজার স্বাভাবিক রয়েছে। সূচকের একটি কারেকশন হলেও ভয়ের কিছু নেই বলে তারা মনে করেন।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩ টির, দর কমেছে ১৯০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৪ টির। ডিএসইতে ৪৪৮ কোটি ৩৪ হাজার টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৩ কোটি ৭৮ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪১৪ কোটি ৫৬ লাখ।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ৭.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৮৩.৭৯ পয়েন্টে। এদিন লেনদেন হওয়া ১৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭ টির, কমেছে ৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ৭১১ টাকা।