ডিএসইতে দর পতনের শীর্ষে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড

দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২১৯ বারে ৯৪ হাজার ৯৪৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৩১৬ বারে ৪৪ লাখ ১৯ হাজার ৫৯৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৮৬ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ২৯৫ বারে ৫ লাখ ৩৭ হাজার ৮১১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ কোটি ৭০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে: বসুন্ধরা পেপার মিলসের ৪.৬২ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৪.৩৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৪.০৯ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৪.০৭ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪.০৩ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৩.৯৭ শতাংশ এবং এস আলম কোল্ড রোলের ৩.৫৩ শতাংশ কমেছে।