দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি আরডি ফুডের কর্পোরেট পরিচালক শেয়ারের বিক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আরডি ফুডের কর্পোরেট পরিচালক বিদিশা ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছে কোম্পানিটির মোট হোল্ডিং ৩৬ লাখ ৫৩ হাজার ৭৮৫ টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে এই পরিচালক ১৫ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দেওয়া হয়েছে। যা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটে বিক্রয় করা হবে।