ছাতকে ইউপি অফিসের নথি-পত্র পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০১ ৫:২৩:১২ অপরাহ্ন
ছাতক,সুনামগঞ্জ: ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে সচিবের রুমে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবার ভোরে দূর্বৃত্তদের দেয়া আগুনে পরিষদের গুরুত্বপূর্ণ কাগজ-পত্র পুড়ে যায়। সচিবের অফিস কক্ষে অযতœ-অবহেলায় মূল্যবান কাগজ-পত্র দীর্ঘদিন পড়েছিল।
যদিও প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে এর পাশে নতুন একটি ইউপি ভবন রয়েছে। ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সুহেল জানান, একটি কুচক্রীমহল আমাকে বেকায়দায় ফেলার জন্যে সচিবের রুমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে।
এলাকাবাসী এ অগ্নিকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছেন। ছাতক থানার ওসি শাহজালাল মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনার ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।