অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টিতে বিগ ব্যাশে সাকিব
মো:মাহিম মোগল,ঢাকা: বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে এবার ডাক পেলেন বিগ ব্যাশে । অ্যাডিলেড স্ট্রাইকার্সের জার্সিতে মাঠে নামতে দেখা যাবে ওয়ানডের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে। দক্ষিণ আফ্রিকান তারকা জোহান বোথার ইনজুরিতে বিগ ব্যাশে ডাক পেলেন সাকিব।
সাকিবের দলভূক্তি নিয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচ ড্যারেন ব্যারি বলেন, ‘মৌসুমের মাঝ সময়ে দলীয় অধিনায়ককে হারানো সবসময় দুঃখজনক। কিন্তু আমরা ভাগ্যবান যে, খুব সংক্ষিপ্ত সময়ে সাকিব আল হাসানের মতো মেধাবী ক্রিকেটারকে বিকল্প হিসেবে পেয়েছি।’ ব্যারি আরো বলেন, ‘সাকিব দারুণ একজন ক্রিকেটার। কঠিন সময়েও যে নিজেকে শান্ত রাখতে পারে। যা টি-টোয়েন্টির জন্য আদর্শ।’
সাকিব আইসিসি টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বর্তমানে চতুর্থ স্থানে অবস্থান করছে। ১১৬ ম্যাচ খেলে ১২৭ দশমিক ৫৭ স্ট্রাইক রেটে ১৮৩২ রান তার। আর উইকেট সংখ্যা ১৪৮টি। প্রসঙ্গত, আগামী রোববার অ্যাডিলেডে সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে সাকিব যোগ দেবেন বলে জানা গেছে।