ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো মোহামেডান ও মুক্তিযোদ্ধাকে
মো: মাহিম মোগল,ঢাকা: অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম খেলায় দুই বড় দলমোহামেডান স্পোর্টিং ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে। শুক্রবার শক্তিশালীএই দুই দলের মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণের মাধ্যমে খেলতেথাকে দুই দল।
১২ মিনিটে মুক্তিযোদ্ধার নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিসলে ডি বক্সের ভিতরে বলপেয়েও গোল করতে ব্যর্থ হন।
খেলার ৪৩ মিনিটে সিসান আইডুর পাসে মোহামেডানের ফরোয়ার্ড মোস্তফাসিদ্দীকের নেয়া শট লক্ষভ্রষ্ট হয়। ৪৫ মিনিটে সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন মুক্তিযোদ্ধার মধ্যমাঠের খেলোয়াড় এনামুল হক। ফলে প্রথমার্ধের খেলা গোল শূন্যভাবেই শেষ হয়।
বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে দুই দল। ৮৭ মিনিটেমুক্তিযোদ্ধার ফরোয়ার্ড এনকোচা কিংসলে মোহামেডানের ডিফেন্ডারের ভুলে ডি বক্সের ভিতর বল পেয়েনিখুঁত শটে বল জালে জড়ান। ফলে ১-০ গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা ক্লাব।
খেলার অতিরিক্ত মিনিটেমোহামেডানের জাহিদকে অবৈধভাবে বাধা দেয় মুক্তিযোদ্ধার ডিফেন্ডার বেনজামিন। রেফারী মিজানুররহমান মোহামেডানের পক্ষে পেনাল্টির রায় দিয়ে বাঁশি বাজান।
পেনাল্টি থেকে মোহামেডানেরআক্রমণভাগের খেলোয়াড় এমিলি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। ফলে ১-১ গোলে ড্রয়েরপাশাপাশি পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
উল্লেখ্য, একই মাঠে শনিবার বিকেল পাঁচটায় মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনীলিমিটেড।