রোনাল্ডোর চেয়ে মেসির দাম তিনগুন !
রহুল আমীন,ঢাকা: অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রোনাল্ডো বনাম মেসির যুদ্ধে এগিয়ে গেলেন মেসি৷ সাম্প্রতিক সমীক্ষায় উঠে এলো, রোনাল্ডোর থেকে প্রায় তিন গুণ দাম বেড়ে গিয়েছে বার্সেলোনার ফরোয়ার্ডের৷ এই মুহূর্তে মেসির দাম হতে পারে ৪০ কোটি ইউরো৷
মেসির দাম কত হতে পারে তা নিয়ে ইউরোপের তিনটি ক্লাব থেকে একটি সমীক্ষা চালানো হয়েছিল৷ সেই সমীক্ষাতেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে৷ প্রশ্ন উঠছে, মেসিকে এত অর্থ দিয়ে কোন ক্লাব কিনতে পারে? ইতিমধ্যেই প্যারিস সা জাঁ জানিয়েছে,
যে কোনও অর্থ দিয়ে তারা আর্জেন্টিনার ওই তারকাকে বার্সেলোনা থেকে কিনতে প্রস্ত্তত৷ যাকে নিয়ে এত আলোড়ন, সেই মেসিকে আজ রোববার এলচের বিরুদ্ধে ম্যাচে বার্সেলোনার ১৮ জনের দলে রাখেননি কোচ মার্তিনো৷ মেসির ফিটনেস নিয়ে সন্ত্তষ্ট হলেও আরও সময় দিতে চান৷
কী ভাবে এত অর্থ দিয়ে প্যারিস সা জাঁ মেসিকে কিনতে পারেন? জানা যাচ্ছে, ইব্রাহিমোভিচের ক্লাব যেহেতু কাতার সংস্থার পাশে আধা সরকারি অর্থে চলে, তাই তাদের পক্ষে এত অর্থ দেওয়া সম্ভব৷ ইউরোপের ক্লাবগুলোর তরফে যিনি ওই রিপোর্ট তৈরি করেছেন, সেই অধ্যাপক জেরার্দো মোলিনা লিখেছেন, ‘একটিই মাত্র ক্লাব যারা অর্ধেক সরকারি অনুদান পায়, তারা ৪০ কোটি ইউরো দিয়ে মেসিকে কিনতে পারে৷’ এই রিপোর্ট অনুযায়ী, রোনাল্ডোর বর্তমান দাম হতে পারে ১৫-১৬ কোটি ইউরো৷ মেসির অর্থের যা প্রায় এক তৃতীয়াংশ মাত্র৷
কেন মেসির জন্য এই দর উঠেছে? মোলিনা মনে করছেন, ‘বাজার নিয়ে গত পাঁচবছরের একটা গবেষণা দেখিয়েছে, রোনাল্ডোর থেকে মেসি পাঁচ গুণ বেশি বিপণন যোগ্য৷ মাঠে খেলা ছাড়াও মাঠের বাইরে এই আবেদনের জন্যই এতটা দাম উঠতে পারে মেসির৷’
সম্প্রতি চোট কাটিয়ে ফিরে এসেছেন বার্সেলোনার মধ্যমণি৷ কিন্ত্ত তার পর লা লিগার প্রথম ম্যাচে প্রথম এগারোয় না খেলারই সম্ভাবনা৷ কারণ, বার্সা কোচ তাতা মার্তিনো মনে করছেন, মেসি চোট কাটিয়ে ফিরে এলেও এখনও পুরোপুরি ম্যাচ ফিট নন৷ তার কথায়, ‘আমার মনে হয় মেসির খিদেটা রয়েছে৷ ওকে দেখেও ভালো লাগছে৷ মনে হচ্ছে, ও একাই প্রতিপক্ষকে শেষ করে দিতে পারে৷ কিন্ত্ত, আমার মনে হয় ওকে আরও ছন্দ পেতে হবে৷ আর সেটা হবে টিমমেটদের সঙ্গে ট্রেনিং করলে৷’
রুনিকে নিয়ে সংশয় ম্যান ইউতে: মেসির দর নিয়ে যখন ফুটবল বিশ্বে ধুন্ধুমার বেঁধে গিয়েছে, তখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা ওয়েন রুনি তার অর্থ নিয়ে মোটেই সন্ত্তষ্ট নন৷ কোচ ডেভিড মোয়েস স্বীকার করে নিয়েছেন, এই মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন না করলে রুনি ক্লাবের সঙ্গে নতুন চুক্তি না-ও করতে পারেন৷ শোনা যাচ্ছে, রুনি চলে যেতে পারেন চেলসিতে৷
আপাতত রুনি প্রতি সন্তাহে ২ লক্ষ ৫০ হাজার পাউন্ড অর্থ চুক্তিতে ক্লাবের শেষ মরসুমে খেলবেন৷ ক্লাবও রুনির সঙ্গে নতুন চুক্তির কথা শুরু করতে একটু অস্বস্তিতে৷ টটেনহ্যামের কাছে হেরে প্রিমিয়ার লিগ খেতাব জয়ের স্বপ্নে আরো একটা ধাক্কা খেয়েছে ম্যান ইউ৷ নেমে গিয়েছে লিগ তালিকার সন্তম স্থানে৷ চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারলে রুনি যে ক্লাব ছাড়তে পারেন, সে আশঙ্কা ক্লাবের রয়েছে৷ চেলসি গত মরসুমেই ৩ কোটি ডলারে রুনিকে কিনতে চেয়েছিল৷
রুনি কী করবেন? কোচ মোয়েস বলেছেন, ‘এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া আর কিছুই আমাদের হাতে নেই৷ তবে, ওর পারফরম্যান্স যদি দেখেন, তা হলে বলব, ও নিঃসন্দেহেই ওর সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে৷