সিলেটে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৪
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৮ ১১:৫৮:৩৬ পূর্বাহ্ন
সিলেট: সিলেটে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর থানার কুরওয়া বাজার এলাকায় সিএনজি-পিকাপের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
সিলেট জেলা পুলিশের ওসমানীনগর থানার ওসি জুবের আহমদ বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর থানার কুরওয়া বাজার এলাকায় সিলেটগামী মাছভর্তি একটি পিকাপ ও সিএসজির মুখোমুখি সংঘর্ষ হয়।
এত ঘটনাস্থলে ৪ সিএনজি যাত্রী নিহত ও ১ জন গুরুতর আহত হন। নিহতদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এখনও তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।