দ্বিধাদ্বন্ধের পরও জাপার ১০ মন্ত্রনালয়ের দাবি!
মান্না আতোয়ার, ঢাকা: স্বাধীনতার ৪৩ বছর পর এই প্রথম দশম জাতীয় সংসদে জাতীয় পার্টি মন্ত্রীসভায় ও বিরোধী দলের মত গুরুত্বপুর্ন দায়িত্বে থাকছেন। জাপার এই দ্বিমুখী কৌশল অবলম্বনের কারনে রাজনৈতিক অঙ্গন সহ মিডিয়া পাড়ায় নানা সমালোচনার ঝড় উঠছে।
অনেকেই বলেছেন, জাপার আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য সরকার ও বিরোধী দলে থাকছেন। তবে এ ঘটনা বাংলাদেশের ইতিহাসে প্রথম। জাপার এখন বিরোধী দলে থাকা অবস্থায় কতটুকু দায়িত্ব পালন করবেন তা নিয়ে নানামহলে সংশয় দেখা দিয়েছে। এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক সাংবাদিককে বলেছেন, জাপা ছোট দল। এ বিরোধী থাকলেই কি আর না থাকলেই কি?
এদিকে নতুন সরকারে মন্ত্রীসভায় থাকা নিয়ে জাতীয় পার্টি দুইটি অংশে বিভক্ত হয়ে গেছে। এরশাদ চাচ্ছে না মন্ত্রীসভায় থাকতে। তবে রওশন এরশাদ ১০ জনকে এই মন্ত্রীসভায় থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবগত হয়েছেন।
তাই জাতীয় পার্টির এই থাকা না থাকা নিয়ে দলের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। আবার প্রধান বিরোধী দল হিসেবেও সংসদে প্রতিনিধিত্ব করবে দলটি। এদিকে রহুল আমীন হাওলাদার ও কাজী ফিরোজ রশীদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, আমরা মন্ত্রীসভায় থাকবো। পাশাপাশি বিরোধী দলের মত গুরুত্বপুর্ন দায়িত্ব পালন করবো।
এদিকে, নতুন মন্ত্রিসভায় স্থান পেতে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের পাশাপাশি মধ্যম সারির অনেক নেতা জোর লবিং করছেন। তারা নিয়মিত গণভবনে আসা-যাওয়া করছেন এবং দলের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ রেখে চেষ্টা-তদবির করে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রোববার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ তার নিয়োগে বৃহস্পতিবার সন্ধ্যায় সম্মতি দিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে। নতুন মন্ত্রিসভা গঠনের পর বর্তমান মন্ত্রিসভা বিলুপ্ত হবে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছে দলটি।
মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ার জন্য জোর তদবির শুরু হয়েছে। তরুণ নেতাদের পাশাপাশি আওয়ামী লীগের ডাকসাইটে নেতারাও শেষ মুহূর্তে দৌড়ঝাঁপ করেছেন। সবাই নিয়মিত গণভবনে আসা-যাওয়া করছেন। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন। আওয়ামী লীগের নীতিনির্ধারক অনেক নেতাই বৃহস্পতিবার রাতে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।
বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ার পর জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করেছেন। এ সময় পার্টির সিনিয়র নেতারা তার সঙ্গে ছিলেন।
রওশন এরশাদ মন্ত্রিসভায় জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে দলের সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি প্রধানমন্ত্রীর কাছে কমপক্ষে ১০টি মন্ত্রণালয় দাবি করেন। তার কম হলে দলকে সামাল দেওয়া কঠিন হবে বলে জানিয়েছেন রওশন এরশাদ।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা আজকের বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, জাতীয় পার্টির চার থেকে পাঁচজন নেতা মন্ত্রিসভায় থাকতে পারেন, এর বেশি সম্ভব নয়। কারণ সরকারকে সব কুল রক্ষার কথা মাথায় রাখতে হচ্ছে। মন্ত্রিসভার সদস্য নির্বাচনের ক্ষেত্রে দক্ষ, সৎ এবং ক্লিন ইমেজের নেতাদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
রোববার বিকেল সাড়ে তিনটায় বঙ্গভবনে মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রায় ১ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীর নামের তালিকা প্রায় চূড়ান্ত করেছেন। নতুন মন্ত্রিসভা ৫০ থেকে ৫৫ সদস্যের হতে পারে। শনিবার রাতে কিংবা রোববার সকালে মন্ত্রীদের তা অবহিত করা হবে। রোববার মন্ত্রিসভার শপথ গ্রহণের পর ওই দিনই দফতর বণ্টনের সম্ভাবনা রয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনের সাত দিনের মাথায় শেখ হাসিনার নেতৃত্বে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গত ৫ জানুয়ারি জাতীয় সংসদের নির্বাচনে ২৯০টি আসনের মধ্যে ২৩১টিতে জয়ী হয় আওয়ামী লীগ।
জাতীয় পার্টি জয়ী হয়েছে ৩৩টি আসনে। সহিংসতার কারণে ৫৪১টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হওয়ায় আটটি আসনে ফল প্রকাশ স্থগিত রাখা হয়। এ ছাড়া, যাশোর-১ এবং যশোর-২ আসনে বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফল গেজেটে প্রকাশ করা হয়নি।