বিওজেএ এর পঞ্চগড় জেলা কমিটি গঠন
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়: বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিওজেএ) এর উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটি কর্তৃক আদিষ্ট হয়ে রংপুর বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ পঞ্চগড় জেলা কমিটিকে অনুমোদন দেন (রবিবার ১২/০১/১৪ ইং)।
(বিওজেএ) এর পঞ্চগড় জেলা কমিটির সভাপতি হিসেবে নির্বাচীত হয়েছেন ডিজার হোসেন বাদশা (আজকের বাংলাদেশ২৪.কম), সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান টুটুল (ভিআইপি নিউজ ২৪),
সহ সভাপতি বিপ্লব (প্রথম খবর), সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহীন (সিপি ২৪), যুগ্ন সম্পাদক আসাদুজ্জামান আপেল (নিউজ ডট কম), সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান (স্বদেশ ২৪), সহ-সাংগঠনিক সম্পাদক জাফর শেখ (স্বাধীন কন্ঠ),
কোষাধ্যক্ষ রাজিউর রহমান রাজু (সংবাদ ২৪), দপ্তর সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ (আমাদের অর্থনীতি), প্রচার সম্পাদক আখতারুজ্জামান (বাংলা পোষ্ট ২৪), অন-লাইন বিষয়ক সম্পাদক শাকিল আহম্মেদ (অনির্বান নিউজ), সমাজ ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরে হাবিব সোহেল (বাংলাদেশ খবর), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মমতাজ আলী (বাংলাদেশ বার্তা ২৪),
আইন বিষয়ক সম্পাদক এ রায়হান চৌধুরী রকি (বাংলাদেশ খবর), সদস্য আনিস প্রধান (অন নিউজ ২৪), সদস্য সরকার হায়দার (নিউজ টাইমস), সদস্য এনামুল হক (একান্ত ২৪)। পঞ্চগড় জেলা কমিটি গঠনে অনুমোদন দেন (বিওজেএ) রংপুর বিভাগের সাধারণ সম্পাদক তাজিদুল ইসলাম লাল, সাংগঠনিক সম্পাদক মুরাদ মাহমুদ, ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুল ইসলাম বাবলা।
নব নির্বাচীত বিওজেএ পঞ্চগড় জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য বিওজেএ কেন্দ্রীয় কমিটি রংপুর বিভাগীয় কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পঞ্চগড় জেলা অনলাইন সাংবাদিকদের সার্থ সংরক্ষণে এই সংগঠন নিরলসভাবে কাজ করবে।