ব্যালন ডি’অর ‘যুদ্ধে’ রোনাল্ডো জয়েই
রুহুল আমীন,ঢাকা: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুখেই হাসি ফুটল।
সোমবার সুইজারল্যান্ডের জুরিখে লিওনেল মেসি ও ফ্রাংক রিবেরিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফিফা ব্যালন ডি’অর জয়ের স্বাদ পেলেন তিনি।
২০১৩ সালটা দুর্দান্ত কেটেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। প্রতিপক্ষে বিপক্ষে তিনি যেন রীতিমতো হুমকি হয়ে আবির্ভাব হতেন। ২০০৮ সালে প্রথমবারের মতো ফিফা বর্ষসেরার পুরস্কার জিতেন রোনাল্ডো।
এরপরই ছায়া হয়ে যান মেসির উজ্জ্বল আলোয়। ২০০৯, ১১, ১২ তিনবারই সেরা তিনের তালিকায় থেকে দ্বিতীয় হন তিনি।এবার যেন সেই শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই খেলতে শুরু করেন বিশ্বফুটবলের সেরা এই স্ট্রাইকার।
২০১৩ সালে ৬০ ম্যাচ খেলে প্রতিপক্ষেও জালে ৬৯ গোল করেন তিনি। রিয়ালের হয়ে ৫১ ম্যাচেই ৫৯ গোল করেন সিআর সেভেন।
আর বাকী ৯ ম্যাচে ১০ গোল পর্তুগালের জার্সিতে।তার অবিশ্বাস্য পারফরম্যান্সের সৌজন্যেই ব্রাজিল বিশ্বকাপের টিকিট পায় পর্তুগাল। তারই স্বীকৃতি হিসেবে ২০১৩ সালের ফিফা ব্যালন ডি’অর পুরস্কার জিতেন তিনি।২০১৩ সালে ফিফা প্রেসিডেন্টিয়াল পুরস্কার জিতেন জ্যাক রগ। মহিলা দলের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন জার্মানীর লিভিয়া নেইদ।
আর বায়ার্ন মিউনিখের সাবেক কোচ জাপ হেইঙ্কস বর্ষসেরা পুরুষ কোচ নির্বাচিত হয়েছেন।ফিফা ফেয়ার প্লে এ্যাওয়ার্ড ২০১৩ জিতেছে আফগানিস্তান ফুটবল ফেডারেশন। পুসকাস এ্যাওয়ার্ড (সেরা গোল) উঠেছে পিএসজির সুইডিশ স্ট্রাইকার জা¬তান ইব্রাহিমোভিচের হাতে। বর্ষসেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জার্মানির নাদিন অ্যাঙ্গেরার।
ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশ ২০১৩ ॥
গোলরক্ষক: ম্যানুয়েল নুয়্যার (জার্মানি/বায়ার্ন মিউনিখ)
রক্ষণভাগ: ফিলিপ লাম (জার্মানি/বায়ার্ন মিউনিখ), সার্জিও রামোস (স্পেন/রিয়াল মাদ্রিদ), থিয়াগো সিলভা (ব্রাজিল/পিএসজি), দানি আলভেজ (ব্রাজিল/বার্সেলোনা)
মিডফিল্ডার: আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন/বার্সেলোনা), জাভি হার্নান্দেজ (স্পেন/বার্সেলোনা), ফ্রাঙ্ক রিবেরি (ফ্রান্স/বায়ার্ন মিউনিখ)
ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল/রিয়াল মাদ্রিদ), জাতান ইব্রাহিমোভিচ (সুইডেন/পিএসজি), লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা)।