রাজধানীর যাত্রাবাড়ীতে বাস চাপায় ৩ জনের মৃত্যু
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৪ ১:০৬:৪৮ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় বাস চাপায় তিন জন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।
তার নাম খলিল (৩৫)।পথচারী আলী হোসেন জানান, যাত্রীবাহী একটি বাস একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
খলিল ও অজ্ঞাতনামা আরো এক নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।