আ’লীগ ২, স্বতন্ত্র, তরিকত ও জাপা ১ আসনে জয়ী
ঢাকা: লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নৌকা প্রতিক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তরিকত ফেডারেশনের মহাসচিব এমএ আউয়াল। তিনি পেয়েছেন ৪৯হাজার ৮শ ৮৮ ভোট।
গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের ডা. ইউনূস আলী সরকার এক লাখ ২৪ হাজার ৮ শ ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বগুড়া-৭ আসনে জাপার মো. আলতাফ আলী ১৭ হাজার ৮ শ ৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
দিনাজপুর-৪ আসনে আওয়ামী লীগের আবু হাসান মাহমুদ এক লাখ ৪২ হাজার ৬শ ৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
যশোর- ৫ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বপন ভট্টাচার্য ৭০ হাজারের বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
গাইবান্ধা ১ ও ৪ আসনে ভোট গণনা চলছে। এর আগে গত পাঁচ জানুয়ারি ব্যাপক সহিংসতার কারণে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ৮১টির মধ্যে স্থগিত ২১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। পরে নির্বাচন কমিশন আজ পুনঃভোট নেয়ার সিদ্ধান্ত নেয়।
সকাল সাড়ে ১০টার দিকে রামগঞ্জ উপজেলার মাছিমপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের ভেতর ও বাইরে আনসার, পুলিশ, র্যাব ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিল।ভোট উপলক্ষে কেন্দ্রগুলোর ভেতর ও বাইরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে এজেন্ট ও কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মামলা-হামলার হুমকির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন এই আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শফিকুর রহমান।
এদিকে বাকী ৬টি আসনের ভোট গণনার কাজ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পযর্ন্ত। ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সে সময় গোলোযোগের কারণে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
সাত আসনে ভোটের তথ্য: দিনাজপুর-৪ আসনের ১২০টি কেন্দ্রের মধ্যে স্থগিত হয় ৫৭টি। স্থগিত কেন্দ্রে ভোটার সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৯১৯। গাইবান্ধা-১ আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে স্থগিত ৫৪ কেন্দ্রে ভোট রয়েছে ১ লাখ ৫৮ হাজার ২০৯টি। গাইবান্ধা-৩ আসনে স্থগিত ৮০টি কেন্দ্রে ভোট রয়েছে ২ লাখ ২৬ হাজার ৬২৭টি। গাইবান্ধা-৪ আসনের ১৩০টি কেন্দ্রের মধ্যে স্থগিত রয়েছে ৭২টি। এতে ভোটার সংখ্যা ২ লাখ ৭৭টি।
বগুড়া-৭ আসনে ১৬১টি কেন্দ্রের মধ্যে ৪৬টি কেন্দ্রে পুনঃভোট হয়েছে। এতে ১ লাখ ১৫ হাজার ৮৬৫ ভোটার রয়েছেন। যশোর-৫ আসনের ১২২টি কেন্দ্রের মধ্যে ৬০টি কেন্দ্রে পুনঃভোট হয়েছে। লক্ষ্মীপুর-১ আসনের ৮১টি আসনের মধ্যে পুনঃভোটের ২১টি কেন্দ্রে ৫০ হাজার ৫ জানুয়ারি ২৯২ আসনে গড়ে ভোটার উপস্থিতি ছিল ৪০ শতাংশ।