চাকরির নিরাপত্তাসহ ওয়েজ বোর্ড বাস্তবায়নে সাংবাদিকদের ৮ দফা
নিউজ ডেস্ক
প্রকাশ: ২০১৬-১০-০৮ ৫:২৭:৩৬ অপরাহ্ন
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সাংবাদিকদের চাকরীর নিরাপত্তা প্রদানে সরকার ও সাংবাদিক নেতৃবৃন্দের কাছে আট দফা দাবি জানিয়েছেন ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। আজ রাজধানীর মতিঝিলস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে সংগঠনের সভাপতি জহিরুল আলম পিলুর সভপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় এ দাবিগুলো উত্থাপন করা হয়।
দাবিগুলো হলো : বিভিন্নক্ষেত্রে সাংবাদিক নির্যাতন বন্ধ করা, সাংবাদিকদের অযথা হয়রানি বন্ধ করা, বিনা কারণে চাকুরিচ্যূত না করা, অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা,
সকল সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করা, আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যবস্থা করা, নাম সর্বস্ব পত্রিকার মালিকদের সাংবাদিক পরিচয় পত্র বিক্রয় বন্ধ করা, বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।