আইসিবি ইউনিট সার্টিফিকেটের নতুন পুনঃক্রয় মূল্য
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০২১-১০-১৪ ১২:২৫:০৪ অপরাহ্ন
দেশ প্রতিক্ষণ, ঢাকা: রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত আইসিবি ইউনিট সার্টিফিকেটের পুনঃক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে। সার্টিফিকেটের সর্বশেষ সম্পদ মূল্যের আলোকে পুনঃক্রয় মূল্য নির্ধারণ করা হয়। আইসিবি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আগামী ১৭ অক্টোবর তারিখ থেকে আইসিবি ২৬৯ টাকা দরে আলোচিত ইউনিট পুনঃক্রয় করবে। অর্থাৎ কোনো সার্টিফিকেটহোল্ডার তার সার্টিফিকেট আইসিবির কাছে সমর্পণ করে টাকা ফেরত নিতে চাইলে এই দরে তা করতে পারবেন।
আইসিবির সব অফিস এবং আইসিবি মনোনীত বিভিন্ন ব্যাংক শাখায় এই সার্টিফিকেট সমর্পণ (বিক্রি) করা যাবে। উল্লেখ, আইসিবি ইউনিট সার্টিফিকেট হচ্ছে বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড (Open-end Mutual Fund) এর ইউনিট।