ব্লক মার্কেট লেনদেনের হিড়িক!
দেশ প্রতিক্ষণ, ঢাকা: হঠাৎ করে ব্লক মার্কেটে লেনদেনের হিড়িক পড়ছে। ব্লক মার্কেট দুই কোম্পানির বড় লেনদেন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ব্লক মার্কেটে ৪১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৫১ হাজার ৬৪৪টি শেয়ার ৪৮ বার হাতবদল হয়ে লেনদেন হয় যার বাজার মূল্য দাঁড়ায় ৩৪ কোটি ২৩ লাখ ৭ হাজার টাকা।
কোম্পানিগুলো হলো: আমান কটন ফাইব্রাস, একটিভ ফাইন, বিবিএস ক্যাবলস, বিডি ফাইন্যান্স, বেক্সিমকো, কনফিডেন্সড সিমেন্ট, ডেলটা লাইফ, ডেসকো, ঢাকা ব্যাংক, ইষ্টার্ণ হাউজিং, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, জিপি, জিপিএইচ ইষ্পাত, ইফাদ অটোস, আইএফআইসি, ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, কেয়া কসমেটিকস,
মালেক স্পিনিং, মেঘনা সিমেন্ট, মার্কেন্টাইল ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এনবিএল, এনসিসি ব্যাংক, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এসআইবিএল, সিমটেক্স, সাউথইষ্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, তিতাস গ্যাস, ট্রাস্ট ব্যাংক, ইউসিবি এবং উত্তরা ব্যাংক লিমিটেড।
এসব কোম্পানির মধ্যে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের। এ কোম্পানির ১ লাখ শেয়ার প্রতিটি ২৪৫ টাকা দরে লেনদেন হয়েছে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ৪৬ লাখ টাকা।
এদিকে শেয়ারের হিসেবে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের। কোম্পানিটির ১০ লাখ ৭৩ হাজার ৯০০টি শেয়ার প্রতিটি ৯ টাকা দরে লেনদেন হয়েছে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৯৬ লাখ ৬৫ হাজার টাকা।
এছাড়া সিমটেক্স, ওয়ান ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইসলামী ব্যাংক ও জিপিএইচ ইষ্পাত প্রতিটির কোম্পানির ১ কোটি টাকার উপরে শেয়ার লেনদেন হয়েছে।