remittance01দেশ প্রতিক্ষণ, ঢাকা : আগের বছরের তুলনায় রেমিট্যান্স আয় কমেছে। বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্সবিষয়ক এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৬৪ শতাংশ রেমিট্যান্স কমেছে। যে ১০টি দেশ থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে তার মধ্যে আটটি দেশ থেকেই এ সমস্যা রেমিট্যান্স কম এসেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, কুয়েত, ওমান, কাতার, যুক্তরাজ্য, ইতালি ও সিঙ্গাপুর থেকেই মোট রেমিট্যান্সের সিংহভাগ আসে। এই দেশগুলোর মধ্যে ইতালি ও কাতার ছাড়া প্রত্যেক দেশ থেকেই রেমিট্যান্স কমেছে।

সবচেয়ে বেশি হারে রেমিট্যান্স কমেছে যুক্তরাষ্ট্র থেকে, যা প্রায় ৩৫ শতাংশ। বাংলাদেশে রেমিট্যান্স প্রেরক দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান তৃতীয়। প্রায় আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে আমেরিকা থেকে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন রেমিট্যান্স প্রবাহকে প্রভাবিত করেছে। নির্বাচনে নেমেই অভিবাসীদের নিয়ে ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তার প্রভাব পড়েছে রেমিট্যান্সে। যে কারণে অনেকেই নিরাপত্তার কথা চিন্তা করে অর্থ দেশে না পাঠিয়ে নিজের কাছে রাখছেন।

গত ছয় মাসে সৌদি আরব থেকে ২৫ শতাংশ, সংযুক্ত আরব আমিরাত থেকে ২৩ শতাংশ, মালয়েশিয়া থেকে ১০ শতাংশ, কুয়েত থেকে ২ শতাংশ, ওমান থেকে ৬ শতাংশ, যুক্তরাজ্য থেকে ২৩ শতাংশ ও সিঙ্গাপুর থেকে ১৪ শতাংশ রেমিট্যান্স কমেছে। আর ইতালি থেকে ৩৫ শতাংশ এবং কাতার থেকে ৪৫ শতাংশ হারে রেমিট্যান্স বেড়েছে।

রেমিট্যান্স কমে যাওয়ার কারণ হিসেবে সম্প্রতি বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) বলেছে, হুন্ডির মাধ্যমে দেশে টাকা আসছে। জনশক্তি রফতানি বাড়লেও রেমিট্যান্স বাড়ছে না। সংস্থাটি বলেছে, হয়তো রেমিট্যান্স আসছে, কিন্তু সেটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসছে না, হুন্ডির মাধ্যমে হয়তো আসছে।

বিশ্বব্যাংকের বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা শীর্ষক অর্ধবার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহে শ্লথগতির কারণে ব্যক্তিখাতে ভোগ ব্যয় ও বিনিয়োগ উভয় খাতেই তার প্রভাব বাড়ছে। রেমিট্যান্স কমে আসায় এর পরের অর্থবছরগুলোতে প্রবৃদ্ধি আরও কমতে পারে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, রেমিট্যান্স প্রবাহ কমে আসায় ২০১৭-১৮অর্থবছরে প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে নেমে যেতে পারে।