photo-1499169133

দেশ প্রতিক্ষণ, ঢাকা : অবশেষে গুঞ্জনটাই সত্যি হতে চলেছে। রিয়াল মাদ্রিদে আসছেন থিও হার্নান্দেজ। লস ব্লাঙ্কোসদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে এখন মাদ্রিদে রয়েছেন এই ফরাসি তারকা। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, গত সোমবার রিয়ালে চুক্তি স্বাক্ষর করতে আসেন হার্নান্দেজ। মাদ্রিদের বিমানবন্দরে দেখা গেছে তাঁকে। যদিও রিয়ালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। ফ্রান্স যুবদলে থাকার সময়ই তারকাখ্যাতি পেয়ে যান এই লেফট ব্যাক। আতলেতিকো মাদ্রিদের হয়ে ক্যারিয়ার শুরু করা হার্নান্দেজ গত মৌসুমে ধারে খেলছেন অ্যালাভেসের হয়ে। দলটির হয়ে দুর্দান্ত পারফর্ম করেই নজরে পড়েন রিয়ালের। এখন থেকেই তাঁকে রিয়ালের পরবর্তী সার্জিও রামোস মনে করা হচ্ছে।

থিও যে রিয়ালে আসছেন এই বছরে শুরু থেকেই এমন একটা গুঞ্জন বাতাসে ভাসছিল। এই তরুণ তারকাতে দলে ভেড়াতে ৬০ লাখ ইউরো বাড়তি খরচ করতেও রাজি হয়েছে রিয়াল মাদ্রিদ।

মূলত রক্ষণভাগটা আরেকটু শক্ত করতেই থিও হার্নোন্দেজকে চাইছে রিয়াল মাদ্রিদ। মার্সেলো ছাড়া বলার মতো লেফট ব্যাক নেই রোনালদোদের দলে। মার্কা জানিয়েছে, থিওকে দলে ভেড়াতে ২৬ মিলিয়ন ডলার খরচ করছে রিয়াল। কেবল রিয়ালই নয়, এই তারকাকে দলে ভেড়াতে মুখিয়ে আছে বার্সেলোনা, লিভারপুলসহ আরো বেশ কয়েকটি ক্লাব। তবে রিয়ালে খেলতে চান থিও। সেই কারণে অন্য ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় পর্যন্ত বসেননি তিনি। কিছুদিন আগে স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছিল, রিয়ালের সঙ্গে নাকি মেডিকেল পরীক্ষাও সম্পন্ন করেছেন এই ফরাসি তারকা। তবে সে ঘটনার সত্যতা জানা যায়নি। থিও রিয়ালে এলে দলটির রক্ষণভাগ আরো শক্ত হবে বলে মনে করছেন ফুটবলবোদ্ধারা।