দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকার্স
দেশ প্রতিক্ষণ, ঢাকা : শেয়ারবাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি অটোকার্স লিমিটেড।। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ৩৮ দশমিক ৯২ শতাংশ। সপ্তাহজুড়ে এর সর্বমোট ৮ কোটি ৮৮ লাখ ৫৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ৪০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সী পার্লের দর বেড়েছে ৩৬ দশমিক ৮ শতাংশ। সপ্তাহজুড়ে এর সর্বমোট ১৬ কোটি ২১ লাখ ৪৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ২৪ লাখ ২৯ হাজার ২০০ টাকা।
তৃতীয় স্থানে থাকা মোজ্জাফর হোসাইনের দর বেড়েছে ২৪ দশমিক ৪৪ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির সর্বমোট ৩ কোটি ৬২ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭২ লাখ ৪৫ হাজার ৪০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-এমএল ডাইংয়ের ২১ দশমিক ৬০ শতাংশ, বিকন ফার্মাসিউটিক্যালসের ২০ দশমিক ৯২ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ১৯ দশমিক ৪৩ শতাংশ, কেত্যান্ডকিউয়ের ১৬ দশমিক ৪৪ শতাংশ, জিকিউ বলপেনের ১৪ দশমিক ২৯ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ১৪ দশমিক ০৯ শতাংশ এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১২দশমিক ৮০ শতাংশ শেয়ার দর বেড়েছে।