4_15275 দেশ প্রতিক্ষণ ডেস্ক :ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (সেবি) চেয়ারম্যানের পরিবর্তন হচ্ছে। ইতিমধ্যে সেবি’র চেয়ারম্যান ইউ কে সিনহা অবসর গ্রহন করেছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অজয় ত্যাগী। তিনি কেন্দ্রীয় আর্থিক বিষয়ক দফতরের অতিরিক্ত সচিব (লগ্নি সংক্রান্ত)। আগামী ১ মার্চ থেকে সেবি’র নতুন চেয়ারম্যান হিসেবে ৫ বছরের জন্য অজয় ত্যাগী দায়িত্ব গ্রহন করবেন। সূত্র: সেবি

উল্লেখ্য, ইউ কে সিনহা ২০১১ সালের ১৮ ফেব্রুয়ারি সেবি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেন। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি তার মেয়াদ শেষ হয়। সে প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ এই পদটিতে অজয় ত্যাগীকে নিয়োগ দেয়া হয়েছে।