বৃহস্পতিবার আট কোম্পানির এজিএম
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আট কোম্পানির পরিচালনা পর্ষদ বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার এসব কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, গোল্ডেন হার্ভেস্টে সংশ্লিস্ট বিনিয়োগকারীদের জন্য সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ দুপুর ১২টায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
বিডি সার্ভিস : ভ্রমন ও অবকাশ খাতের কোম্পানি বাংলাদেশ সার্ভিস লিমিটেড সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টার, ঢাকায় অনুষ্ঠিত হবে।
ফার্মা এইডস : নিয়োগকারীদের জন্য সমাপ্ত অর্থবছরে ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ওষুধ ও রসায়ন খাতে কোম্পানি ফার্মা এইডস লিমিটেড। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সকাল ১১টায়, কেন্দ্রীয় কচি-কাচার মেলা অডিটরিয়াম, ৩৭/এ, সেগুনবাগিচা, ঢাকায় অনুষ্ঠিত হবে।
তাল্লু স্পিনিং : বস্ত্র খাতের কোম্পানি তাল্লু স্পিনিং লিমিটেডের সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ দুপুর ১২ টা ১৫ মিনিটে, কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
বঙ্গজ লিমিটেড : বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজ লিমিটেড। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সকাল সাড়ে ১১টায়, কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গনে, চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হবে।
মোজাফফর হোসেন স্পিনিং : বস্ত্র খাতের মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সকাল সাড়ে ১০ টায় ডিওএইচএস বারিধারা কনভেনশন সেন্টার, বারিধারা, ঢাকায় অনুষ্ঠিত হবে।
এমবি ফার্মা : সমাপ্ত অর্থবছরে ১৮ মাসের জন্য ২৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ও রসায়ন খাতের এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সকাল ১০টায় ১৮৪/১, তেজগাও শিল্প এলাকা, ঢাকায় অনুষ্ঠিত হবে।
মিথুন নিটিং : বস্ত্র খাতের মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ দুপুর ১২.৪৫ টায় কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গন, দৌলতদিয়া, চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হবে।