bank-230x130দেশ প্রতিক্ষণ, ঢাকা : দীর্ঘদিন পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষ অবস্থান দখল করেছে ব্যাংক খাত। বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২৩ শতাংশ অবদান ছিল এই খাতে।

সূত্র জানায়, গত সপ্তাহে ব্যাংক খাতে প্রতিদিন ৩৮৭ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

প্রকৌশল খাতে ১২ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এই খাতে প্রতিদিন ২০৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ওষুধ-রসায়ন খাত ১১ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

অন্য খাতগুলোর মধ্যে বস্ত্র ও জ্বালানি-বিদ্যুৎ খাতে ১০ শতাংশ, আর্থিক খাতে ৯ শতাংশ, বিবিধ খাতে ৫ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড, সেবা-আবাসন ও বিবিধ খাতে ৩ শতাংশ, আইটি, সাধারণ বিমা, সিরামিক ও ভ্রমণ-অবকাশ খাতে ২ শতাংশ করে লেনদেন হয়েছে।

এছাড়া টেলিকমিউনিকেশন, ট্যানারি ও জীবন বিমা খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে।