সপ্তাহজুড়ে অনাগ্রহের শীর্ষে কাট্টালি টেক্সটাইল
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৭টির শেয়ারদর কমেছে। এর মধ্যে কাট্টালি টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কাট্টালি টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৬.৬০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৯.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২.৫০ টাকা বা ৮.৫৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে কাট্টালি টেক্সটাইল ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইয়াকিন পলিমারের ৮.৫৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৭.৫৮ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৬.৪৪ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৬.১৫ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৬.০২ শতাংশ,
নাভানা সিএনজির ৫.৮৩ শতাংশ, লুব-রেফের ৫.২৫ শতাংশ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৫.০৮ শতাংশ এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.০৭ শতাংশ কমেছে।