dse-cse-dhakaমো. সাজিদ খান : সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আবারও সূচক কমেছে। অনেকেই এদিন মুনাফা তুলে নেয়ায় সেল প্রেসার বেড়ে যায়। যে কারণে সূচক কমলেও লেনদেন বেড়েছে। সূচকের এমন পতনে বিচলিত না হয়ে সতর্কতার সঙ্গে লেনদেন করার পরমার্শ দিয়েছেন বিনিয়োগকারীরা। আজ লেনদেনের শুরুটা মোটামুটি ভালোই ছিল। কিন্ত বেলা ১১টার পর থেকে সূচকের একটানা পতন হয়, যার স্থায়িত্ব ছিল দুপুর পৌনে একটা পর্যন্ত। অর্থাৎ এই সময়ে বাজারে ছিল সেল প্রেসার। তবে পৌনে একটার পর একটানা সূচক বেড়ে যায়, যার স্থায়িত্ব ছিল প্রায় ২০ মিনিট। এরপর স্বাভাবিক গতিতে লেনদেন হয়েছে। তবে দিনশেষে সূচকের তীর লাল অবস্থায় লেনদেন শেষ হয়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২০.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭৫৬.৯২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩১৭.১৫ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৪.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩৯.১৬ পয়েন্টে। আগের কার্যদিবসে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৭.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭৭৭.১১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩২৪.০৪ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ২৭.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৪৩.৬৬ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩০ কোটি ১৭ লাখ ৩২ হাজার ২১১টি শেয়ার ১ লাখ ৫৯ হাজার ৪৮৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ১১৪ কোটি ৮০ লাখ ১৬ হাজার ৪১১.৩০ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে মোট ২৪ কোটি ৩৭ লাখ ২৭ হাজার ৯৩৯টি শেয়ার ১ লাখ ৪২ হাজার ৪৬৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯৮৩ কোটি ১৫ লাখ ৯০ হাজার ২৯৩.৮০ টাকা।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয়া ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আগের কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয়া ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৮৩ হাজার ৭০৮ কোটি ৩৭ লাখ ৬৯ হাজার ৭৩৮.৩৭ টাকা। আগের কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৮৪ হাজার ৭৪৯ কোটি ২৮ লাখ ৬২ হাজার ৮৫৩.৭৯ টাকা।

অন্যদিকে, আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬০.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭৮৫১.৪১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৩৫.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৮২৯.৪১ পয়েন্টে। এদিন সিএসই-৩০ ১৩.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৯৭০.৬৩ পয়েন্টে। সিএসই-৫০ ৩.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩২৯.৪৭ পয়েন্টে। এছাড়া সিএসসিআই ৫.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২০১.৩৯ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসই সার্বিক সূচক ১১৭.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭৯১১.৯৮ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৭৩.৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৮৬৪.৫৬ পয়েন্টে। এদিন সিএসই-৩০ ১৬১.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৯৮৪.০৮ পয়েন্টে। সিএসই-৫০ ১১.৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৩৩.৩৫ পয়েন্টে। এছাড়া সিএসসিআই ৪.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২০৬.৬৬ পয়েন্টে।

আজ সিএসইতে ২ কোটি ১ লাখ ৫৫ হাজার ৬৭২টি শেয়ার ১৮ হাজার ৯০৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৮৬ কোটি ৪৮লাখ ৭৮ হাজার ৬৫৫.৮০ টাকা। আগের কার্যদিবসে সিএসইতে ২ কোটি ৭ লাখ ৯৮ হাজার ৩৫৪টি শেয়ার ১৮ হাজার ৯০৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৮৬ কোটি ৪৮লাখ ৭৮ হাজার ৬৫৫.৮০ টাকা।

আজ সিএসইতে মোট লেনদেন হওয়া ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আগের কার্যদিবসে সিএসইতে মোট লেনদেন হওয়া ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ১১৯টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

আজ সিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ১৫ হাজার ৬৮৮ কোটি ৪৬ লাখ ১৫ হাজার ৪৯৯.৬০ টাকা। আগের কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ৩ লাখ ১৬ হাজার ৬৮৪ কোটি ২৭ লাখ ৭৮৩.৭০ টাকা।