dse lago deshprotikhonদেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৩৪ টি কোম্পানি ও ফান্ডের শেয়ার লেনদেন হলেও ১০ কোম্পানির নিয়ন্ত্রনে ছিল পুঁজিবাজার। এসময় টার্নওভার তালিকায় শীর্ষ ১০ থাকা কোম্পানিগুলোর উপর ভিত্তি করে ২৩ দশমিক ৫১ শতাংশ লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, টার্নওভার তালিকায় শীর্ষ অবস্থানে ছিল লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে ডিএসইতে ২৫৮৯ কোটি ১২ লাখ ৮৪ হাজার ৫৮৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৬০৬ কোটি ৪৫ লাখ ২০ হাজার টাকার লেনদেন করেছে এই ১০ কোম্পানি। শতাংশের দিক থেকে এটি হল ২৩ দশমিক ৫১ শতাংশ। শীর্ষে অবস্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের দখলে ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৭৪ শতাংশ।

কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪ দশমিক ৯০ শতাংশ। তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল গ্রামীণফোন লিমিটেড। এ সময়ে ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৬৪ শতাংশ ছিল এ কোম্পানির দখলে। এ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে শুন্য দশমিক ৮৮ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালের দখলে ছিল ২ দমমিক ৬০ শতাংশ। এ কোম্পানির শেয়ার দর কমেছে শমিক ৯৫ শতাংশ।

তালিকায় চতুর্থ অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের দখলে ছিল ২ দমমিক ৫১ শতাংশ। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৫ শমিক ৫১ শতাংশ। তালিকার ৫ম অবস্থানে থাকা মুন্নু সিরামিকের দখলে ছিল ২ দমমিক ৪১ শতাংশ। এ ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ১০. দশমিক ৭৪ শতাংশ।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: ইউনিক হোটেল ২ দশমিক ১৫ শতাংশ, আনোয়ার গ্যালভেনাইজিং ২ দশমিক ২ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইল ১ দশমিক ৯১ শতাংশ, কেয়া কসমেটিক্স ১ দশমিক ৮৬ শতাংশ ও আলিফ ইন্ডাষ্ট্রিজ ১ দশমিক ৬৯ শতাংশ।