অভিনেতা অভিনেত্রী নিজস্ব প্রতিবেদক, ঢাকা: এক সময়ের চলচিত্রের  খ্যাতমান অভিনেত্রীরা এখন ব্যবসায় দিকে ঝুঁকে পড়ছেন। গত বছর বণিকের খাতায় নাম লিখিয়েছেন অনেকেই। কেউ আবার বণিক বেশে বাণিজ্যে নেমেছেন কয়েক বছর আগেই। অভিনয়ের পাশাপাশি ডেবিট-ক্রেডিটের হিসাবটাও রাখতে পটু তারা।

এমন কয়েকজন তারকা বণিকের নতুন বছরের বাণিজ্য পরিকল্পনার কথা থাকছে। গত এক বছর যারা বনিকের খাতায় নাম লিখিয়েছেন তাদের নিয়ে আজকের বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানী প্রতিবেদন।

হিল্লোল-নওশীনের লাইফস্টাইল স্টোর: ২০১২ সালের শেষ নাগাদ বণিকের খাতায় নিজেদের নাম লিখিয়েছেন আদনান ফারুক হিল্লোল ও নওশীন। বনানীতে তারা নিজেদের একটি লাইফস্টাইল স্টোর খুলেছেন। নাম ‘সিগনেচার বিডি’।

নতুন বছরকে ঘিরে কোনো নতুন ব্যবসায়িক পরিকল্পনা রয়েছে কিনা জানতে চাইলে হিল্লোল বলেন, ‘গেল বছরের রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের ব্যবসাটা তেমন ভালো চলেনি। তাই নতুন বছর ঘিরে নতুন কোনো সম্ভাবনা দেখছি না। যদি পরিস্থিতি একই রকম চলতে থাকে, তাহলে কোনো আশা দেখছি না। অন্যান্য ব্যবসায়ীর মতোই আমাদেরও খারাপ অবস্থা।’

মৌসুমী-ওমর সানির পোশাক ব্যবসা: বড় পর্দার অভিনেতাদের মধ্যে এরই মধ্যে বণিক হিসেবে পরিচিত চিত্রনায়ক আলমগীর। এ ধারাবাহিকতায় এক সময়ের জনপ্রিয় জুটি ওমর সানি ও মৌসুমী দম্পতিও ব্যবসায় নেমেছেন বছর তিনেক আগে। রাজধানীর বসুন্ধরা শপিং মলে একটি ফ্যাশন হাউস রয়েছে তাদের। ব্যবসা কেমন চলছে জানতে চাইলে হতাশা ঝরে পড়ে ওমর সানির কণ্ঠে। সবার মত তিনিও দেশের সার্বিক পরিস্থিতির জন্য ব্যবসায় লোকসান হচ্ছে বলে জানান।

দোকানি শাকিব খান: গেল বছর বণিকের দলে নতুন যোগ হয়েছে নায়ক শাকিব খানের নাম। যমুনা ফিউচার পার্কে ফাস্ট ফুডের একটি দোকান দিয়েছেন কিং খান। নাম ‘হট চিকেন’। জানা যায়, শাকিবের রেস্টুরেন্টে এখন যিনি সেফ হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি একসময় ঢাকার একটি কেএফসি শাখার প্রধান ছিলেন।

বোঝাই যাচ্ছে, বড় পরিকল্পনা নিয়ে নেমেছেন এ অভিনেতা। এছাড়া খাবারের মেনুগুলো নাকি শাকিব নিজেই তদারকি করেন। শুধু বসুন্ধরায় নয়, ধানমন্ডি, গুলশান, উত্তরাসহ ঢাকার অন্যান্য জায়গায় শাকিবের হট চিকেনের শাখা খোলার ইচ্ছা আছে অদূর ভবিষ্যতে।

মেকওভার সেলুন নিয়ে বাঁধন: গেল বছর বণিক বেশে হাজির হয়েছেন লাক্স সুন্দরী আজমেরী হক বাঁধন। রাজধানীর গুলশানে অবস্থিত এ অভিনেত্রীর মেকওভার সেলুনের নামটি ‘গ্লিমার’। সৌন্দর্য চর্চার প্রতি বরাবরই আগ্রহ থাকার কারণে নারীদের সৌন্দর্য সেবা নিয়ে কিছু করার ইচ্ছা অনেক দিন থেকেই ছিল বলে জানান তিনি। পরে আরো বড় পরিসরে নিজের ব্যবসাকে প্রসার করার ইচ্ছা রয়েছে বাঁধনের।

নিরবের ফ্যাশন হাউস: ২০১২ সালের অক্টোবরে বণিক হিসেবে আত্মপ্রকাশ করেছেন মডেল ও চিত্রনায়ক নিরব। ধানমন্ডির সোবহানবাগে অবস্থিত তার হাউসের নাম ‘ওহো ফ্যাশন হাউস’। ২০১৪কে ঘিরে নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা প্রসঙ্গে নিরব বলেন, ‘আজ বছরের প্রথম দিন।

এখন একটাই মাত্র প্রার্থনা, যেন দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। গত রোজার ঈদের পর থেকে তেমন লাভ হয়নি আমাদের। অনেক টার্গেট সেল আমরা মিস করেছি। তাই নতুন বছর ঘিরে একটা চেষ্টাই থাকবে, ব্যবসাকে ভালো অবস্থানে নেয়ার।’ এ অভিনেতা আরো জানান, রাজশাহীতেও ‘ওহো ফ্যাশন হাউস’-এর নতুন একটা শাখা খোলা হয়েছে।

প্রযোজক মাহফুজ আহমেদ: ‘জিরো ডিগ্রি’ চলচ্চিত্রের মাধ্যমে গেল বছর প্রযোজক হিসেবে নাম লিখিয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ। পাশাপাশি এ ছবিতে অভিনয় করছেন তিনি। এর আগে অবশ্য নাটক প্রযোজনা করেছেন মাহফুজ। তবে বড় পরিসরে এটাই তার প্রথম অংশগ্রহণ। দেখার অপেক্ষা অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র ব্যবসায় কতটা সফল হতে পারেন এ অভিনেতা।