রুহুল আমীন,ঢাকা: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যুব এশিয়া কাপ থেকে বিদায় নিল বাংলাদেশ।
গ্রুপে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের পয়েন্ট সমান চার করে হওয়ায় রানরেটে এগিয়ে থাকা দুই দল শ্রীলঙ্কা ও আফগানিস্তান উঠেছে সেমিফাইনালে।
মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচটিতে লংকান যুবাদের কাছে দুই উইকেটে হারে বাংলাদেশ।আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে ছয় উইকেটে ২০৩ রান তোলে বাংলাদেশ যুব দল।
সাদমান ইসলাম ২৭, জাকির হাসান ১৮, মোসাদ্দেক হোসেন ৩২, নাজমুল হোসেন ৬২, ইয়াসির আলী ৩৩, আবু হায়দার ১০ রান করেন। রামেশ মেন্ডিস দুই উইকেট নেন।
জবাবে মেন্ডিসের ১০০, বানুকার ২৬ ও পেরেরার অপরাজিত ৬২ রানের ইনিংসে ৪৮.১ ওভারে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯। টাইগার জুনিয়রদের পক্ষে নিহাদুজ্জামান ও মেহেদি হাসান দুটি করে উইকেট লাভ করেন।