নির্বাচন কমিশন দল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০২ ৪:৫৯:০৩ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: নির্বাচনের প্রস্তুতি জানাতে নির্বাচন কমিশন প্রতিনিধি দল ইতিমধ্যে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাত করতে বঙ্গভবনে পৌঁছেছেন।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদের নেতৃত্বে ৪ কমিশনার এবং নির্বাচন কমিশন সচিব বৃহস্পতিবার বেলা ২টা ৫০ মিনিটে বঙ্গভবনের উদ্দেশে নির্বাচন কমিশন ত্যাগ করেন।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বিকাল সাড়ে ৩ টায় রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের কথা রয়েছে। এর আগে বুধবার বিকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
তিনি বলেন, মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে বঙ্গভবনে চিঠি দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় কমিশনকে সাক্ষাতের সময় দিয়েছেন রাষ্ট্রপতি।