প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: আ’লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে

গোপালগঞ্জের নাম পাল্টে দেয়া হবে- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে নিজেকে ভাগ্যবতী মনে করার কথা জানান প্রধানমন্ত্রী।র বাড়ি গোপালগঞ্জ। আমার বাড়িও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এ জন্য আমি গর্ববোধ করি। গোপালীরা কপালীও হয়।তারা নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করেন।

বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে গোপালগঞ্জ জেলা সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা প্রত্যেকে এ দেশের মানুষ। আওয়ামী লীগ সরকার সকল মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এর জন্য আমি কৃতজ্ঞ এ দেশের মানুষের প্রতি। গোপালগঞ্জের মানুষের প্রতি। মুজিব আদর্শের সৈনিকদের প্রতি।’

পুলিশ কর্মকর্তা নিশ্চুপ থাকলে খালেদা জিয়া বলেন, ‘আপনি চুপ করে আছেন কেন? বাড়ি কই? গোপালগঞ্জ? আপনারা পুলিশ জনগণের টাকায় আপনাদের বেতনভাতা হয়। জনগণের পক্ষে কাজ করেন। সরকারের পেটোয়া বাহিনী হয়ে আর কাজ করবেন না। আইন ও বিধান মেনে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন। এমন এক সময় আসতে পারে গোপালগঞ্জের নামই পাল্টে যাবে।’

এসময় ক্ষিপ্ত হয়ে এক নারী পুলিশ কর্মকর্তাকে ধমক দেন তিনি। এক পর্যায়ে দেশ কোথায় জানতে চেয়ে খালেদা জিয়া বলেন, ‘দেশ কোথায়, গোপালী? গোপালগঞ্জের নামই বদলে যাবে। গোপালগঞ্জের নামই থাকবে না। যারা এসব করছেন, আপনাদের ওপর আল্লাহর গজব পড়বে।’

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যোগ দিতে বাধা দিলে খালেদা জিয়া কয়েকবার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলেও তারা এড়িয়ে চলেন। একপর্যায়ে তিনি এক পুলিশ কর্মকর্তাকে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ডেকে আনার জন্য বলেন।