চরমোনাই পীরের মায়ের ইন্তেকাল
স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল : বরিশালের চরমোনাইর মরহুম পীর সৈয়দ মোহাম্মদ ফজলুল করিমের সহধর্মিণী ও বর্তমান গদিনশিন মুফতি সৈয়দ রেজাউল করিমের মা আলমতাজ বেগম (৬৭) বৃহস্পতিবার সকাল ৬টায় রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।
তিনি ৫ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ২৪ ডিসেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে আলমতাজ বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। বাদ মাগরিব চরমোনাই মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন , সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল নগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এমপি, সিটি মেয়র আহসান হাবিব কামাল ও
মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র শওকত হোসেন হিরণ, যুবলীগ কেন্দ্রীয় সদস্য সাদেক আবদুল্লাহ , কেন্দ্রীয় ছাত্রলীগের উপ অর্থ বিষয়ক সম্পাদক মো:রাসেল সহ আজকের বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকমের পরিবারবর্গ।